ঢাকা, বৃহস্পতিবার, ২৩ শ্রাবণ ১৪৩২, ০৭ আগস্ট ২০২৫, ১২ সফর ১৪৪৭

জাতীয়

স্পিকারের সঙ্গে আইএপিপি প্রেসিডেন্টের সাক্ষাৎ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:১৯, অক্টোবর ২, ২০১৮
স্পিকারের সঙ্গে আইএপিপি প্রেসিডেন্টের সাক্ষাৎ ইকনাথ ডালকান ও স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী

ঢাকা: জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব পার্লামেন্টারিয়ানস ফর পিস (আইএপিপি) এর এশিয়া প্যাসিফিক প্রেসিডেন্ট ইকনাথ ডালকান সৌজন্য সাক্ষাৎ করেছেন।

মঙ্গলবার (০২ অক্টোবর) স্পিকারের কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন তারা।

সাক্ষাতকালে তারা জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন ও সুশাসনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

সাক্ষাতকালে ইকনাথ ডালকান আগামী ৩০ নভেম্বর থেকে ০২ ডিসেম্বর নেপালের কাঠমান্ডুতে আইএপিপি উদ্যোগে ‘এশিয়া প্যাসিফিক সামিট ২০১৮- নেপাল’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে যোগ দিতে নেপালের স্পিকারের পক্ষ থেকে আমন্ত্রণ জানান।

এদিকে স্পিকার শিরীন শারমিন চৌধুরী আইএপিপির উদ্যোগে ‘এশিয়া প্যাসিফিক সামিট ২০১৮- নেপাল’ সম্মেলন আয়োজনের প্রশংসা করেন।

এ সময় উপস্থিত ছিলেন সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদ।  

বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, অক্টোবর ০২, ২০১৮
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।