ঢাকা, বৃহস্পতিবার, ২৩ শ্রাবণ ১৪৩২, ০৭ আগস্ট ২০২৫, ১২ সফর ১৪৪৭

জাতীয়

পুঠিয়ায় ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৫৩, অক্টোবর ২, ২০১৮
পুঠিয়ায় ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

রাজশাহী: রাজশাহীর পুঠিয়া উপজেলায় ট্রেনের ধাক্কায় এমদাদুল হক (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (০২ অক্টোবর) দুপুরে উপজেলার বেলপুকুর রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এমদাদুল উপজেলার ক্ষুদ্রজামিরা গ্রামের রেজাউল করিমের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, এমদাদুল মোবাইল ফোনে কথা বলতে বলতে রেললাইন ধরে বাড়ি ফিরছিলেন। এ সময় রাজশাহী থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী একটি ট্রেন তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পাবনার ঈশ্বরদী জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুধীর বাবু বাংলানিউজকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে একজন উপ-পরিদর্শককে পাঠানো হয়েছে। তিনি মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠাবেন। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হবে বলেও জানান ওসি সুধীর।

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, অক্টোবর ০২, ২০১৮
এসএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।