ঢাকা, বৃহস্পতিবার, ২৩ শ্রাবণ ১৪৩২, ০৭ আগস্ট ২০২৫, ১২ সফর ১৪৪৭

জাতীয়

নোয়াখালী ছাত্রদলের সাধারণ সম্পাদক গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:১৪, অক্টোবর ২, ২০১৮
নোয়াখালী ছাত্রদলের সাধারণ সম্পাদক গ্রেফতার

নোয়াখালী: নাশকতা পরিকল্পনার আশঙ্কায় নোয়াখালী জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবু হাসান মো. নোমানকে (৩৩) গ্রেফতার করেছে সুধারাম থানা পুলিশ।

মঙ্গলবার (২ অক্টোবর) বিকেল ৩টার দিকে জেলা শহর মাইজদীর হাউজিং এস্টেট এলাকা থেকে তাকে আটক করা হয়।

সুধারাম থানার পরিদর্শক (তদন্ত) মো. শাহেদ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, সম্প্রতি বিএনপি বিভিন্ন কর্মসূচির ঘোষণা দেয়।

এসব কর্মসূচিকে ঘিরে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবু হাসান মো. নোমানসহ ছাত্রদলের নেতাকর্মীরা নাশকতার পরিকল্পনা করছে।

এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ছাত্রদল নেতা নোমানকে আটক করা হয়। তাকে আগের একটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৭১৩ ঘণ্টা, অক্টোবর ০২, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।