ঢাকা, বৃহস্পতিবার, ২৩ শ্রাবণ ১৪৩২, ০৭ আগস্ট ২০২৫, ১২ সফর ১৪৪৭

জাতীয়

পরিচয় মিলেছে ট্রাক থেকে উদ্ধারকৃত ২ মরদেহের 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৫১, অক্টোবর ২, ২০১৮
পরিচয় মিলেছে ট্রাক থেকে উদ্ধারকৃত ২ মরদেহের  মরদেহ উদ্ধার করা হচ্ছে। ছবি: বাংলানিউজ

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে ভুট্টা বোঝাই ট্রাকের কেবিন থেকে উদ্ধার হওয়া দুই মরদেহের পরিচয় মিলেছে। এ ঘটনায় হত্যা মামলা দায়ের ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদেরও প্রাথমিকভাবে শনাক্ত করেছে পুলিশ। 

নিহতরা হলেন- ট্রাকটির চালক রংপুর মহানগরের ভুরারঘাট ফতেহপুর এলাকার রেজাউল করিমের ছেলে আল আমিন (২৪) ও হেলপার একই এলাকার বিনোদপুর রেলগেট মহল্লার আব্দুল ওয়াহাবের ছেলে সোহেল (২৫)।

মঙ্গলবার (২ অক্টোবর) দুপুরের দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি সৈয়দ শহিদ আলম বাংলানিউজকে এতথ্য নিশ্চিত করে জানান, উদ্ধার হওয়া মরদেহের পরিচয় শনাক্ত করেছে স্বজনরা।

সোমবার রাতে নিহত আল আমিনের ছোট ভাই আনিছুর রহমান বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেছেন। ময়নাতদন্ত শেষে মরদেহ নিহতদের পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলেন তিনি।

ওসি আরও বলেন, মামলার বিবরণে বাদী শক্রতার কারণে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে উল্লেখ করেছেন। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহভাজনের দু’জনের নামও আরজিতে উল্লেখ করা হয়েছে। ধারণা করা হচ্ছে শত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে। তবে তদন্তের স্বার্থে সন্দেহভাজন আসামিদের নাম জানাতে রাজি হননি তিনি।  

প্রসঙ্গত, শনিবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা থেকে ১১ টন ভুট্টা বোঝাই ট্রাক নিয়ে নরসিংদীর উদ্দেশে যাচ্ছিলেন চালক আল আমিন ও হেলপার সোহেল। রোববার (৩০ সেপ্টেম্বর) আলিফ-আদিল পরিবহনের ওই ট্রাকটি বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের মুলিবাড়ি চেকপোস্ট এলাকায় দাঁড়িয়ে থাকতে দেখা যায়। সোমবার দুপুরে ট্রাকটি থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে ট্রাকটির কেবিন থেকে চালক ও হেলপারের মরদেহ উদ্ধার করে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা পুলিশ।  

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিকেশন (পিবিআই) সিরাজগঞ্জের ইনচার্জ অতিরিক্ত পুলিশ সুপার এস এম তারেক রহমান জানান, মামলার তদন্ত শুরু হয়েছে। সন্দেহভাজন আসামিদের শনাক্ত ও তাদের গ্রেফতারে অভিযান শুরু হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৬৫৬ ঘণ্টা, অক্টোবর ২, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।