ঢাকা, রবিবার, ২৬ শ্রাবণ ১৪৩২, ১০ আগস্ট ২০২৫, ১৫ সফর ১৪৪৭

জাতীয়

একমাসে টেকনাফে ৪৪ কোটি ২৮ লাখ টাকার মাদকদ্রব্য উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪১, অক্টোবর ২, ২০১৮
একমাসে টেকনাফে ৪৪ কোটি ২৮ লাখ টাকার মাদকদ্রব্য উদ্ধার

কক্সবাজার: কক্সবাজারের টেকনাফে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গত একমাসে বিপুল পরিমাণ ইয়াবাসহ ৪৪ কোটি ২৮ লাখ ৪৪ হাজার টাকার বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধার করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

এসব মাদকদ্রব্যের মধ্যে ১৪ লাখ ২৪ হাজার ৬৮৯ পিস ইয়াবা, ১শ’ ক্যান বিয়ার, ১৬৩ বোতল বিদেশি মদ ১৮ বেতল ফেনসিডিল, সাড়ে ৯ কেজি গাঁজা রয়েছে।

মঙ্গলবার (২ অক্টোবর) বিজিবির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

টেকনাফ-২ এর বিজিবির অধিনায়ক লে. কর্নেল আছাদুদ জামান চৌধুরী জানান, গত ১ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত একমাসে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।  এর বাজার মূল্য ৪৪ কোটি ২৮ লাখ ৪৪ হাজার ২৯৪ টাকা। এসব ঘটনায় ৩৩ জনকে আটক করা হয়। মামলা হয়েছে মোট ৪৫টি।

সংশ্লিষ্ট সবার উপস্থিতিতে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১১৩৭ ঘণ্টা, অক্টোবর ২, ২০১৮
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।