ঢাকা, রবিবার, ২৬ শ্রাবণ ১৪৩২, ১০ আগস্ট ২০২৫, ১৫ সফর ১৪৪৭

জাতীয়

বাউফলে সড়ক দুর্ঘটনায় নিহত ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:৪২, অক্টোবর ২, ২০১৮
বাউফলে সড়ক দুর্ঘটনায় নিহত ১ বাউফল। ছবি: ...

বরিশাল: পটুয়াখালীর বাউফলে সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধার মৃত্যুর ঘটনা ঘটেছে। মৃত রাবেয়া (৭০) বাউফল উপজেলা পশ্চিম নওমালা গ্রামের মৃত মোকলেস হাওলাদারের মেয়ে।

সোমবার (০১ অক্টোবর) বাউফলের নওমালা সোলাবুনিয়া নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে ওই বৃদ্ধা উপজেলার সোলাবুনিয়া নামক স্থানে রাস্তা পার হতে গেলে একটি মটর সাইকেল তাকে চাপা দেয়।

এসময় স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যার দিকে তার মৃত্যু হয়।

বাউফল থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান মৃত্যুর বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ০৩৩৪ ঘন্টা, অক্টোবর ০২, ২০১৮
এমএস/এইচএমএস/এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।