ঢাকা, রবিবার, ২৬ শ্রাবণ ১৪৩২, ১০ আগস্ট ২০২৫, ১৫ সফর ১৪৪৭

জাতীয়

কালিহাতীতে অস্ত্র-মাদকসহ আ’লীগ নেতার ভাগ্নে গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:৩৬, অক্টোবর ২, ২০১৮
কালিহাতীতে অস্ত্র-মাদকসহ আ’লীগ নেতার ভাগ্নে গ্রেফতার

টাঙ্গাইল: টাঙ্গাইলের কালিহাতীতে পাইপগান, গুলি ও ৫৫ পিস ইয়াবাসহ মোশারফ হোসেন নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি কালিহাতী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনছার আলী বিকম’র ভাগ্নে বলে জানা গেছে। 

সোমবার (১ অক্টোবর) সন্ধ্যা ৭টার টার দিকে কালিহাতী থানার পার্শ্ববর্তী বটতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মোশারফ উপজেলার মৃত আবুল হোসেনের ছেলে।

কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশাররফ বাংলানিউজকে জানান, মোশারফ দীর্ঘদিন ধরে জেলার বিভন্ন স্থানে মাদক বিক্রি করে আসছিলেন। তার বিরুদ্ধে কালিহাতী থানায় ১২টি মামলা রয়েছে। সোমবার সন্ধ্যায় তিনি অস্ত্র ও মাদকসহ মোটরসাইকেল নিয়ে বটতলা এলাকা দিয়ে যাচ্ছেন এমন সংবাদের ভিত্তিতে পুলিশ তাকে থামতে বলে। কিন্তু তিনি মোটরসাইকেল না থামিয়ে পালানোর চেষ্টা করলে পুলিশ ধাওয়া করে তাকে গ্রেফতার করে। এসময় তার কাছে ৫৫ পিস ইয়াবা, একটি পাইপগান ও এক রাউন্ড গুলি পাওয়া যায়।  

বাংলাদেশ সময়: ২১৩১ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।