ঢাকা, রবিবার, ২৬ শ্রাবণ ১৪৩২, ১০ আগস্ট ২০২৫, ১৫ সফর ১৪৪৭

জাতীয়

ঝিনাইদহে ৫ নারী জামায়াত কর্মীসহ আটক ৬

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:০৮, অক্টোবর ২, ২০১৮
ঝিনাইদহে ৫ নারী জামায়াত কর্মীসহ আটক ৬

ঝিনাইদহ: নাশকতা পরিকল্পনার অভিযোগে ঝিনাইদহে পাঁচ নারী জামায়াত নেতাকর্মীসহ ছয় জনকে আটক করেছে পুলিশ। এসময় বেশ কয়েকটি জিহাদী বই জব্দ করা হয়।

সোমবার (০১ অক্টোবর) বিকেলে সদর উপজেলার বাদপুকুরিয়া গ্রাম থেকে তাদের আটক করা হয়।  

আটকরা হলেন- বাদপুকুরিয়া গ্রামের মোহাম্মদ আলীর মুন্তাজ আলী (৪৮) ও তার স্ত্রী দেলোয়ারা খাতুন (৩৫), উত্তরনারায়নপুর গ্রামের খলিলুর রহমানের স্ত্রী নুরজাহান বেগম (৪০), মিঠু হোসেনের স্ত্রী কাঞ্চন নেছা (৩৮), নেকবার হোসেনের স্ত্রী ছাকিরণ নেছা (৪০) ও সবুর আলীর স্ত্রী পারভীন খাতুন (৩০)।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ বাংলানিউজকে জানান, বাদপুকুরিয়া গ্রামের মোহাম্মদ আলীর মুন্তাজ আলীর বাড়িতে নারী জামায়াত কর্মীরা নাশকতা করার জন্য গোপন বৈঠক করছে এমন সংবাদের ভিত্তিতে বিকেলে অভিযান চালানো হয়। এসময় জিহাদী বইসহ পাঁচ নারী জামায়াত নেতাকর্মীসহ ছয় জনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে রাতে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।