ঢাকা, রবিবার, ২৬ শ্রাবণ ১৪৩২, ১০ আগস্ট ২০২৫, ১৫ সফর ১৪৪৭

জাতীয়

চুরির অপবাদে গৃহবধূর চুল কর্তন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:৪০, অক্টোবর ২, ২০১৮
চুরির অপবাদে গৃহবধূর চুল কর্তন

ঢাকা (সাভার): সাভারে মোবাইল চুরির অপবাদে এক গৃহবধূকে মারধর করে চুল কেটে দিয়েছে স্থানীয়রা। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ।

সোমবার (০১ অক্টোবর) দুপুরে উপজেলার আমিনবাজার ইউনিয়নের ঘাসিরদিয়া এলাকার সেন্টু মিয়ার বাড়িতে এ নির্যাতনের ঘটনা ঘটে। এসময় গৃহবধূকে তার হাত-পা কেটে ফেলারও হুমকি দেয় তারা।

ঘটনাটির খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ আমিনবাজার এলাকায় অভিযান চালায়। পরে বাড়ির মালিকসহ তিনজনকে ধরে থানায় নিয়ে আসে তারা।

আটকরা হলেন- আমিনবাজার ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্য শাহানাজ আক্তার, বাড়ির মালিক সেন্টু মিয়া (৪৫) ও মোহাম্মদ আলী।

আমিনবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ জামাল হোসেন বাংলানিউজকে বলেন, মোবাইল চুরির অপাবাদ দিয়ে এক গৃহবধূকে মারধর করে আটকে রাখা হয়েছে এমন খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। এরপর ওই গৃহবধূকে উদ্ধার করে ঘটনার সঙ্গে জড়িত তিনজনকে আটক করি। এছাড়া এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ২০৩৭ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।