ঢাকা, রবিবার, ২৬ শ্রাবণ ১৪৩২, ১০ আগস্ট ২০২৫, ১৫ সফর ১৪৪৭

জাতীয়

ঢাকায় আসছেন সিটিবিটিও শীর্ষ নির্বাহী জারবো

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:২২, অক্টোবর ১, ২০১৮
ঢাকায় আসছেন সিটিবিটিও শীর্ষ নির্বাহী জারবো ল্যাসিনা জারবো (ফাইল ফটো)

ঢাকা: তিনদিনের সফরে ৩ অক্টোবর বাংলাদেশে আসছেন সর্বাত্মক পারমাণবিক পরীক্ষা নিষিদ্ধকরণ চুক্তি সংক্রান্ত আন্তর্জাতিক সংস্থার (কমপ্রিহেনসিভ নিউক্লিয়ার টেস্ট ব্যান ট্রিটি অর্গানাইজেশন-সিটিবিটিও) নির্বাহী সচিব ল্যাসিনা জারবো।

২০১৩ সালের ১ আগস্ট দায়িত্বগ্রহণের পর এখন দ্বিতীয় মেয়াদে দায়িত্বে আছেন তিনি। আর এটাই জারবোর প্রথম বাংলাদেশ সফর।

সোমবার (০১ অক্টোবর) পররাস্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

৪ অক্টোবর বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শনের মাধ্যমে শুরু হতে যাওয়া এ সফরে জারবো বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব আনোয়ার হোসেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন।

এরপর তিনি পররাষ্ট্র মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে সৌজন্য বৈঠকে অংশ নেবেন।

সিটিবিটিও নির্বাহী সচিবের সফরসূচিতে আরও রয়েছে- বাংলাদেশ ইন্সটিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস)-এ সর্বাত্মক পারমাণবিক পরীক্ষা নিষিদ্ধকরণ চুক্তির বাস্তবায়নের গুরুত্ব নিয়ে বক্তৃতা এবং বাংলাদেশে অবস্থিত সিটিবিটিও-এর আওতাধীন মনিটরিং স্টেশন ও ডাটা সেন্টারের কার্যক্রমের ওপর ব্রিফিংয়ে অংশগ্রহণ।
 
জারবোর এই সফর বৈশ্বিক নিরস্ত্রীকরণ এবং পারমাণবিক অস্ত্রের নিষিদ্ধকরণ বিষয়ে বাংলাদেশের সক্রিয় অবস্থানের গুরুত্বকে অধিকতর দৃশ্যমান করবে বলে আশা করা যায়। এছাড়া পরমাণু বিজ্ঞান ও প্রযুক্তি সংক্রান্ত শিক্ষা ও গবেষণা এবং মানবকল্যাণে এর শান্তিপূর্ণ ব্যবহার, বিশেষত ভূমিকম্প ও সুনামির মতো প্রাকৃতিক দুর্যোগের 
পূর্বাভাসের বিষয়ে সহযোগিতা এ সফরের মাধ্যমে আরও জোরদার হবে।

বাংলাদেশ গতবছরের ২০ সেপ্টেম্বর পরমাণু অস্ত্র নিরোধ চুক্তিতে স্বাক্ষর করে। এছাড়া বাংলাদেশ প্রায় সকল বৈশ্বিক নিরস্ত্রীকরণ সংক্রান্ত চুক্তির ক্ষেত্রে স্বাক্ষরকারী দেশ। যেমন পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধ 
সংক্রান্ত চুক্তি, সর্বাত্মক পারমাণবিক পরীক্ষা নিষিদ্ধকরণ চুক্তি, রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তি, প্রথাগত অস্ত্র সংক্রান্ত চুক্তি, জৈব অস্ত্র নিরোধ চুক্তি, মানব বিধ্বংসী মাইন নিরোধ চুক্তি ইত্যাদি।

সফর শেষে ৬ অক্টোবর জাপানের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন ল্যাসিনা জারবো।

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১৮
টিআর/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।