ঢাকা, রবিবার, ২৬ শ্রাবণ ১৪৩২, ১০ আগস্ট ২০২৫, ১৫ সফর ১৪৪৭

জাতীয়

টেকনাফে ৪০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:২৭, অক্টোবর ১, ২০১৮
টেকনাফে ৪০ লাখ টাকার ইয়াবা উদ্ধার জব্দ করা ইয়াবা। ছবি: বাংলানিউজ

কক্সবাজার: কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ৩৯ লাখ ৯০ হাজার টাকা মূল্যের একটি ইয়াবার (১৩ হাজার ৩শ’ পিস) চালান উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

রোববার (৩০ সেপ্টেম্বর) রাত আটটার দিকে টেকনাফের হোয়াইক্যং উত্তরপাড়া এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।

টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আছাদুদ-জামান চৌধুরী বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার সন্ধ্যায় হোয়াইক্যং বিওপির সুবেদার মো. আব্দুল জলিলের নেতৃত্বে অভিযানে নামে বিজিরি একটি টহলদল।

এসময় তারা হোয়াইক্যং উত্তরপাড়া এলাকায় নিয়মিত টহল দিচ্ছিলেন। রাত আটটার দিকে বিপরীত দিক হতে আসা একজন লোক বিজিবি সদস্যদের দেখা মাত্রই দৌঁড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। সন্দেহ হলে বিজিবি সদস্যরা তার পিছু ধাওয়া করে। একপর্যায়ে ওই লোকের হাতে থাকা ব্যাগ রাস্তায় ফেলে পার্শ্ববর্তী জঙ্গলে পালিয়ে যায়। পরে ওই ব্যাগ থেকে ১৩ হাজার ৩শ’ পিস ইয়াবা পাওয়া যায়। যার আনুমানিক বাজার মূল্য ৩৯ লাখ ৯০ হাজার টাকা।

জব্দ করা ইয়াবাগুলো ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে। যা পরবর্তীতে ঊর্ধ্বতন  কর্মকর্তা, বেসামরিক প্রশাসন, মাদকদ্রব্য অধিদফতরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে বলেও জানান বিজিবির ওই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১৮
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।