ঢাকা, মঙ্গলবার, ২৮ শ্রাবণ ১৪৩২, ১২ আগস্ট ২০২৫, ১৭ সফর ১৪৪৭

জাতীয়

মোহাম্মদপুরে সড়ক দুর্ঘটনায় শিশু মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:০৫, অক্টোবর ১, ২০১৮
মোহাম্মদপুরে সড়ক দুর্ঘটনায় শিশু মৃত্যু

ঢাকা: রাজধানীর মোহাম্মদপুরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতপরিচয় (৫) এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (১ অক্টোবর) সকাল সাড়ে ৭ টার দিকে মোহাম্মদপুর বেড়িবাঁধে এ দুর্ঘটনা ঘটে।

শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা পথচারী মিজানুর রহমান বাংলানিউজকে জানান, মোহাম্মদপুর ঢাকা উদ্যান সংলগ্ন বেড়িবাঁধের রাস্তায় আহতাবস্থায় শিশুটি পড়ে থাকতে দেখে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসেন।

সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। কোনো এক যানবাহনের ধাক্কায় শিশুটি গুরুতর আহত হয়েছে বলেও জানান তিনি। তার নামপরিচয় কিছু জানাতে পারেনি কেউ। পরনে প্যান্ট ছিলো।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১১০০ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১৮
এজেডএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।