ঢাকা, মঙ্গলবার, ২৮ শ্রাবণ ১৪৩২, ১২ আগস্ট ২০২৫, ১৭ সফর ১৪৪৭

জাতীয়

নদী রক্ষা না করা গেলে হুমকিতে পড়বে পরিবেশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:৩৬, সেপ্টেম্বর ৩০, ২০১৮
নদী রক্ষা না করা গেলে হুমকিতে পড়বে পরিবেশ বিশ্ব নদী দিবস উপলক্ষে রাজশাহীতে আলোচনা সভা/ছবি: বাংলানিউজ

রাজশাহী: নদী রক্ষায় নাগরিকদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করতে এ বছর বাংলাদেশসহ পৃথিবীর ৭০টির বেশি দেশে ‘বিশ্ব নদী দিবস’ পালিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় রোবাবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ব নদী দিবস উপলক্ষে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) আয়োজনে রাজশাহী নগরীস্থ বালিয়াপুকুর বিদ্যা নিকেতনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

এতে সভাপতিত্ব করেন বালিয়াপুকুর বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক শামীমা নাজনীন বেগম। বক্তব্য রাখেন প্রাক্তন প্রধান শিক্ষক রহিমা খাতুন, সহকারী শিক্ষক আ. গফুর, মখলেসুর রহমান, মাসুদ রানা।

আলোচনা সভা সঞ্চলনা ও প্রবন্ধ উপস্থাপন করেন বেলা রাজশাহী কার্যালয়ের ম্যানেজার তন্ময় কুমার সান্যাল।

আলোচনা সভায় বালিয়াপুকুর বিদ্যানিকেতনের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেন।
 
সভায় মূল প্রবন্ধে বলা হয়, নদী সম্পর্কে সচেতনতা বাড়তে বিশ্বব্যাপী প্রতিবছর সেপ্টেম্বরের শেষ রোববার পালিত হয়ে আসছে ‘বিশ্ব নদী দিবস’। এ বছর জাতীয় নদী রক্ষা কমিশনও নদী দিবস উপলক্ষে ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে।

সভায় বক্তারা বলেন, বিশ্বের সব মানব সভ্যতা গড়ে উঠেছে নদীর তীরে। এর থেকেই প্রতীয়মান হয় নদীর সঙ্গেই মানবসভ্যতা ও মানুষের অস্তিত্ব জড়িত। কিন্তু বিশ্বব্যাপী দখল, দূষণ ও ভরাট করতে করতে আমরা ক্রমান্বয়ে নদী থেকে দূরে সরে এসেছি। তাই এখনই সময় নদী রক্ষার। না হলে পরিবেশ হুমকির মুখে পড়বে।

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৮
এসএস/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।