ঢাকা, মঙ্গলবার, ২৮ শ্রাবণ ১৪৩২, ১২ আগস্ট ২০২৫, ১৭ সফর ১৪৪৭

জাতীয়

‘ভিজিট বাংলাদেশ’-এ আসছেন ৫২ সাংবাদিক

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:১৯, সেপ্টেম্বর ৩০, ২০১৮
‘ভিজিট বাংলাদেশ’-এ আসছেন ৫২ সাংবাদিক

ঢাকা:  ‘ভিজিট বাংলাদেশ’ কর্মসূচিতে বাংলাদেশে আসছেন ৬টি দেশের ৫২ জন সাংবাদিক। আগামী ২ থেকে ৭ অক্টোবর পর্যন্ত তারা বাংলাদেশ সফর করবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র এ তথ্য জানিয়েছে।

সূত্র জানায়, বিদেশে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরার জন্য প্রতি বছর ভিজিট বাংলাদেশ প্রোগ্রামের আওতায় বিভিন্ন দেশ থেকে সাংবাদিকরা আসেন।

সে অনুযায়ী এই ৫২ জন সাংবাদিক বাংলাদেশে আসছেন।

বাংলাদেশে এসে সাংবাদিক প্রতিনিধি দল কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন। প্রতিনিধি দলটি পদ্মাসেতু পরিদর্শনেও যাবে। এছাড়া তারা পররাষ্ট্র মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন।

এবার ভারত, ব্রাজিল, তুরস্ক, কানাডা, ওমান ও দক্ষিণ কোরিয়া থেকে সাংবাদিকরা আসছেন।  

বাংলাদশে সময়: ১৯১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৮ 
টিআর/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।