ঢাকা, মঙ্গলবার, ২৮ শ্রাবণ ১৪৩২, ১২ আগস্ট ২০২৫, ১৭ সফর ১৪৪৭

জাতীয়

বান্দরবানে বজ্রপাতে ২ শ্রমিকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৫৪, সেপ্টেম্বর ৩০, ২০১৮
বান্দরবানে বজ্রপাতে ২ শ্রমিকের মৃত্যু

বান্দরবান: বান্দরবানের আলিকদমে বজ্রপাতে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আবদুর রহমান নামে আরো এক শ্রমিক আহত হয়েছেন।

রোববার (৩০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলা সদরের নয়াপাড়ার তুলাতলীতে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রবিউল হাসান (২০), আলি জোহা (২৭)।

স্থানীয়রা জানান, বিকেলে রবিউল, আলি ও আবদুর রহমান একটি বাড়িতে কাজ করছিলেন। এসময় বজ্রপাতে রবিউল ও আলি ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহতাবস্থায় আবদুর রহমানকে আলিকদম স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।  

আলিকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রফিক উল্লাহ বাংলানিউজকে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৪৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।