ঢাকা, মঙ্গলবার, ২৮ শ্রাবণ ১৪৩২, ১২ আগস্ট ২০২৫, ১৭ সফর ১৪৪৭

জাতীয়

সিরাজগঞ্জে ৪ হাজার পিস ইয়াবাসহ আটক ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:১৭, সেপ্টেম্বর ৩০, ২০১৮
সিরাজগঞ্জে ৪ হাজার পিস ইয়াবাসহ আটক ১ ইয়াবাসহ আটক মাদক বিক্রেতা

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে ৪ হাজার পিস ইয়াবাসহ খোরশেদ আলম (৪৬) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১২)।

রোববার (৩০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে শহরের ঢাকা রোডস্থ এসএ পরিবহন কুরিয়ার সার্ভিসে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক খোরশেদ আলম নাটোরের লালপুর থানার ধানাইদহপাড়া গ্রামের মফিজ উদ্দিনের ছেলে।

অভিযানে নেতৃত্ব দেওয়া র‌্যাব-১২ সিরাজগঞ্জ ক্যাম্পের কমান্ডার মো. সাকিবুল ইসলাম খান বাংলানিউজকে জানান, কুরিয়ার পার্সেলে পিভিসি পাইপের ভেতরে অভিনব পন্থায় ইয়াবা পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে এসএ পরিবহন কুরিয়ার সিরাজগঞ্জ শাখায় অভিযান চালানো হয়। এ সময় চট্টগ্রাম কাজীর দেউড়ি থেকে আসা ওই পিভিসি পাইপের পার্সেলটি ডেলিভারি নিতে আসা খোরশেদ আলমকে আটক করা হয়।  

প্রাথমিক জিজ্ঞাসাবাদে খোরশেদ আলম ইয়াবা পাচারের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।