ঢাকা, মঙ্গলবার, ২৮ শ্রাবণ ১৪৩২, ১২ আগস্ট ২০২৫, ১৭ সফর ১৪৪৭

জাতীয়

শিবালয়ে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:২৭, সেপ্টেম্বর ৩০, ২০১৮
শিবালয়ে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

মানিকগঞ্জ: মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া ফেরিঘাট এলাকায় ট্রাকচাপায় মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দু’জন।

রোববার (৩০ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে ফেরিঘাটের ৩ নম্বর ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

বরংগাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আমির হোসেন বাংলানিউজকে জানান, সকালে ফেরিঘাটের ৩ নম্বর ঘাট এলাকায় ট্রাকচাপায় মোটরসাইকেল চালকসহ তিনজন আহত হন। এরমধ্যে এক আরোহী মারা যান। অপর দু’জনকে শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে নিহতের স্বজনরা তার মরদেহ বাড়িতে নিয়ে যান।

বাংলাদেশ সময়: ১১২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৮
কেএসএইচ/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ