ঢাকা, মঙ্গলবার, ২৮ শ্রাবণ ১৪৩২, ১২ আগস্ট ২০২৫, ১৭ সফর ১৪৪৭

জাতীয়

রামু সহিংসতার ৬ বছর পূর্তি, প্রদীপ প্রজ্বলন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:০৮, সেপ্টেম্বর ৩০, ২০১৮
রামু সহিংসতার ৬ বছর পূর্তি, প্রদীপ প্রজ্বলন প্রদীপ প্রজ্বলন, ছবি: বাংলানিউজ

কক্সবাজার: রামু সহিংসতার ছয় বছর পূর্তি উপলক্ষে কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে প্রদীপ প্রজ্বলন কর্মসূচি পালন করেছে জেলার প্রগতিশীল ছাত্র ও সাংস্কৃতিক সংগঠন।

শনিবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় শহীদ বেদিতে অন্ধকারের অপশক্তির বিরুদ্ধে এ কর্মসূচি পালন করা হয়।

এসময় সাংস্কৃতিক সংগঠক মনির মোবারকের সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন- বাংলাদেশ কমিউনিস্ট পার্টি কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাছির উদ্দিন, সাবেক ছাত্রনেতা দীপক বড়ুয়া, কক্সবাজার সৃজন সঙ্গীত ভূবনের সভাপতি প্রিয়া দত্ত, উদীচী কক্সবাজার সরকারি কলেজ শাখার সভাপতি রুবেল ধর প্রমুখ।

এছাড়া এই কর্মসূচিতে বিভিন্ন সাংস্কৃতিক ও ছাত্র সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সঞ্চালনা করেন জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি অর্পণ বড়ুয়া।

সমাবেশে বক্তারা বলেন, রামু হামলার ছয় বছর পার হলেও এতো বড় একটি ঘটনার বিচারকার্য শেষ হয়নি এখনও। তাই দ্রুত হামলাকারীদের বিচারের আওয়াতয় আনা হোক।

বাংলাদেশ সময়: ০৫৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ