ঢাকা, মঙ্গলবার, ২৮ শ্রাবণ ১৪৩২, ১২ আগস্ট ২০২৫, ১৭ সফর ১৪৪৭

জাতীয়

বরগুনায় ৩ ককটেল উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:৪১, সেপ্টেম্বর ৩০, ২০১৮
বরগুনায় ৩ ককটেল উদ্ধার উদ্ধার করা ককটেল, ছবি: বাংলানিউজ

বরগুনা: বরগুনা সদর উপজেলার মাইঠা মাধ্যমিক বিদ্যালয় এলাকায় পর পর দু’টি বিকট শব্দে এলাকাবাসী আতঙ্কিত হওয়ার খবর পেয়ে সেখান থেকে তিনটি তাজা ককটেল উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে এসব উদ্ধার করা হয়।

বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাসুদুজ্জামান বাংলানিউজকে বলেন, বিকট শব্দ হয়েছে এলাকাবাসীর দেওয়া এমন খবরে দ্রুত সেখানে পৌঁছায় পুলিশের একটি টহল টিম।

পরে ঘটনাস্থল থেকে তিনটি তাজা ককটেল, পাঁচটি রড, পাঁচটি বাশের লাঠি উদ্ধার করা হয়।

এসবের সঙ্গে জড়িতদের আটক করতে পুলিশের টহল টিমের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান ওসি।

বাংলাদেশ সময়: ১৬৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ