ঢাকা, মঙ্গলবার, ২৮ শ্রাবণ ১৪৩২, ১২ আগস্ট ২০২৫, ১৭ সফর ১৪৪৭

জাতীয়

পাথরঘাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:৩২, সেপ্টেম্বর ৩০, ২০১৮
পাথরঘাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু

পাথরঘাটা (বরগুনা): বরগুনার পাথরঘাটা উপজেলার কালমেঘা ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আইউব আলী (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

শনিবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে ইউনিয়নের গুটাবাছা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। আইউব আলী একই গ্রামের কেরামত আলীর ছেলে।

স্থানীয় ইসমাইল হোসেন সিরাজী বাংলানিউজকে জানান, দুপুরে আইউব আলী তার বাড়ির পাশে গাছের উপর দিয়ে চলে যাওয়া বিদ্যুতের লাইনের তারের ওপর থাকা গাছের ডাল কাটছিলেন। এ সময় অসাবধানতায় গাছের ডাল তারের ওপর পড়লে বৈদ্যুতিক শর্ট খেয়ে তিনি মাটিতে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ