ঢাকা, মঙ্গলবার, ২৮ শ্রাবণ ১৪৩২, ১২ আগস্ট ২০২৫, ১৭ সফর ১৪৪৭

জাতীয়

পঞ্চমবারের মতো শ্যুটিংয়ে চ্যাম্পিয়ন র‌্যাব

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:১৬, সেপ্টেম্বর ৩০, ২০১৮
পঞ্চমবারের মতো শ্যুটিংয়ে চ্যাম্পিয়ন র‌্যাব আইজিপি কাপের পুরষ্কার বিতরণী অনুষ্ঠান

ঢাকা: পুলিশ বার্ষিক শ্যুটিং প্রতিযোগিতায় ‘আইজিপি কাপ-২০১৮’ পঞ্চমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে এলিট ফোর্স র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।
 

গত বুধবার (২৬ সেপ্টেম্বর) থেকে শুরু হওয়া রাজধানীর গুলশান শ্যুটিং ক্লাবে এ প্রতিযোগিতায় পুলিশের বিভিন্ন ইউনিট ও সংস্থা অংশ নেয়। প্রতিযোগিতার শেষ দিন শনিবার (২৯ সেপ্টেম্বর) বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন ডিআইজি আফজাল হোসেন।


 
ফায়ারিং প্রতিযোগিতায় ১০ মিটার .১৭৭ এয়ার রাইফেল ওপেন, ২৫ মিটার .২২ বোর পিস্তল, ১০ মিটার .১৭৭ পিস্তল এবং ৫০ মিটার .২২ রাইফেল তিনটি শ্রেণিতে প্রতিযোগিরা অংশ নেন। ৩০০ পয়েন্টের মধ্যে সর্বমোট ২৩৩ পয়েন্ট পেয়ে র‍্যাব ফোর্সেস পঞ্চমবারের মতো চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে এবং ২১৬ পয়েন্ট নিয়ে পুলিশের বিশেষ শাখা (এসবি) রানার আপ হয়।
 
প্রতিযোগিতায় অংশগ্রহণকারী র‍্যাব টিমের সদস্যরা হলেন- এয়ার উইংয়ের পরিচালক লে. কর্নেল সৈয়দ নজরুল ইসলাম, উপ-পরিচালক (প্রশাসন) মেজর সাহল আহমেদ নোবেল এবং উপ-পরিচালক (অপারেশনস উইং) মেজর এসএম সুদীপ্ত শাহীন।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৮
পিএম/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ