ঢাকা, মঙ্গলবার, ২৮ শ্রাবণ ১৪৩২, ১২ আগস্ট ২০২৫, ১৭ সফর ১৪৪৭

জাতীয়

বিনা টিকিটে ভ্রমণে ১২৬ যাত্রীর জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৫৫, সেপ্টেম্বর ২৯, ২০১৮
বিনা টিকিটে ভ্রমণে ১২৬ যাত্রীর জরিমানা বিনা টিকিটে রেল ভ্রমণের দায়ে ১২৬ যাত্রীকে জরিমানা

লালমনিরহাট: বিনা টিকিটে রেল ভ্রমণের দায়ে ১২৬ যাত্রীকে জরিমানা করেছেন লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে কর্তৃপক্ষ।

শনিবার (২৯ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত লালমনিরহাট বুড়িমারী রেল রুটের বিভিন্ন স্টেশনে দু’টি ট্রেনে অভিযান চালিয়ে জরিমানা করা হয়।

লালমনিরহাট রেলওয়ের বিভাগীয় অতিরিক্ত পরিবহন কর্মকর্তা সাজ্জাত হোসেন বাংলানিউজকে এতথ্য নিশ্চিত করেন।

 

তিনি জানান, লালমনিরহাট বুড়িমারী রেল রুটে ৬৫ ও ৬৬ নম্বর কমিউটার ট্রেনে বিশেষ টিকিট চেকিং অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিনা টিকিটে ট্রেন ভ্রমণের দায়ে ১২৬ যাত্রীর কাছ থেকে ১৩ হাজার ৭৯০টাকা জরিমানাসহ ভাড়া আদায় করা হয়।  

এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান রেলওয়ের এ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ