ঢাকা, মঙ্গলবার, ২৮ শ্রাবণ ১৪৩২, ১২ আগস্ট ২০২৫, ১৭ সফর ১৪৪৭

জাতীয়

বাঞ্ছারামপুরে ডোবা থেকে শিশুর মরদেহ উদ্ধার, আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৪৬, সেপ্টেম্বর ২৯, ২০১৮
বাঞ্ছারামপুরে ডোবা থেকে শিশুর মরদেহ উদ্ধার, আটক ২

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় নিখোঁজের একদিন পর আরিফ নামে নয় বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার দায়ে মুর্শেদ ও সাগর নামে দুই জনকে আটক করেছে পুলিশ।

শনিবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কান্দাপাড়া এলাকায় বাড়ির পাশের ডোবা থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আরিফ ওই এলাকার আলামিন মিয়ার ছেলে।

সে কান্দাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণিতে পড়তো।

পুলিশ সূত্রে জানা যায়, বেশ কিছুদিন আগে প্রতিবেশী মুর্শেদ আরিফের বাড়ি থেকে ৩০ হাজার টাকা চুরি করে। পরে গ্রাম্য সালিশের মাধ্যমে সে টাকা ফেরত দেয়। ওই ঘটনার পর থেকে আরিফসহ তার পরিবারের সদস্যরা মুর্শেদকে দেখলে প্রায়ই চুর বলে গালমন্দ করত। এতে ক্ষিপ্ত হয়ে সে শিশু আরিফকে শ্বাসরোধ করে হত্যা করে বাড়ির পাশের ডোবায় ফেলে দেয়।

বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন চৌধুরী বাংলানিউজকে বলেন, আরিফ হত্যার ঘটনায় মূলহোতা মুর্শেদ ও তার সহযোগী সাগরকে আটক করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। থানায় মামলার প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৬৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ