ঢাকা, বৃহস্পতিবার, ৫ ভাদ্র ১৪৩২, ২১ আগস্ট ২০২৫, ২৬ সফর ১৪৪৭

জাতীয়

গোপালগঞ্জে পানিতে ডুবে দাদি-নাতির মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৪৪, সেপ্টেম্বর ১৮, ২০১৮
গোপালগঞ্জে পানিতে ডুবে দাদি-নাতির মৃত্যু

গোপালগঞ্জ: গোপালগঞ্জ শহরের চেচানিয়াকান্দি এলাকায় পুকুরের পানিতে ডুবে দাদি ও নাতির মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- চেচানিয়াকান্দি গ্রামের গোপাল বৈদ্যের স্ত্রী সুভাষীনি বৈদ্য (৫০) ও তার নাতি আনন্দ বৈদের ছেলে চমক বৈদ্য (৪)।

এলাকাবাসী জানায়, দুপুরে চমক বৈদ্যকে নিয়ে দাদি শুভাষীনি বৈদ্য বাড়ির পাশের পুকুরে গোসল করতে যান। এসময় চমক পুকুরে পড়ে ডুবে যায়। নাতিকে উদ্ধারে দাদিও পানিতে ঝাঁপ দিলে তিনিও ডুবে যান।  

পরে এলাকাবাসী প্রথমে দাদি ও পরে নাতিকে উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।  

গোপালগঞ্জ সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. নাজমুল ইসলাম লস্কার জানিয়েছেন, হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৪৪০, সেপ্টেম্বর ১৮, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।