ঢাকা, বৃহস্পতিবার, ৫ ভাদ্র ১৪৩২, ২১ আগস্ট ২০২৫, ২৬ সফর ১৪৪৭

জাতীয়

খুলনায় গ্যাস সিলিন্ডার থেকে ফেনসিডিল উদ্ধার, আটক ১

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:২৬, সেপ্টেম্বর ১৮, ২০১৮
খুলনায় গ্যাস সিলিন্ডার থেকে ফেনসিডিল উদ্ধার, আটক ১ পুলিশের হাতে আটক মাদক বিক্রেতা। ছবি: বাংলানিউজ

খুলনা: খুলনা মহানগরীর জিরোপয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে গ্যাস সিলিন্ডার ভেতর থেকে ১১৫ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ।এসময় সুমন (৪০) নামের এক মাদকবিক্রেতাকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে তাকে আটক করে হরিনটানা থানা পুলিশ।

হরিনটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম খান বাংলানিউজকে বলেন, সাতক্ষীরা থে‌কে খুলনাগামী বা‌সে ক‌রে এক‌টি গ্যাস সি‌লিন্ডা‌রের ভেতর ১১৫ বোতল ফে‌নসিডিল নি‌য়ে জি‌রোপ‌য়ে‌ন্টে না‌মেন সুমন না‌মের ওই মাদকবি‌ক্রেতা।

গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাকে থামিয়ে তল্লাশি করে। এসময় গ্যাসের সিলিন্ডারের ভেতরে ১১৫ বোতল ফেনসিডিল পাওয়া যায়। সুমন ঝিনাইদহের মহেষপুরের সচীনের ছেলে।

ধারণা করা হচ্ছে, আশেপাশের কোথাও বিক্রির উদ্দেশ্যে ফেনসিডিলগুলো নিয়ে আসছিলেন সুমন। তার বিরুদ্ধে মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৪১২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৮
এমআরএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।