ঢাকা, বৃহস্পতিবার, ৫ ভাদ্র ১৪৩২, ২১ আগস্ট ২০২৫, ২৬ সফর ১৪৪৭

জাতীয়

সিলেটে ভারতীয় সুপারির চালান জব্দ, আটক ১

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪৭, সেপ্টেম্বর ১৮, ২০১৮
সিলেটে ভারতীয় সুপারির চালান জব্দ, আটক ১

সিলেট: ভারত থেকে চোরাই পথে দু’টি ট্রাকযোগে আনা সুপারির চালান জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় এক ট্রাক চালককে আটক করা হয়েছে।

মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) সকাল ৬টার দিকে নগরের কাস্টঘর সড়ক থেকে সুপারির চালান দু’টি জব্দ করা হয়।

সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে কাস্টঘর সড়ক অভিযান চালিয়ে ভারত থেকে চোরাই পথে আনা দু’টি মিনি ট্রাকযোগে আনা সুপারির চালান জব্দ করা হয়েছে।

এ সময় পুলিশের উপস্থিত টের পেয়ে একটি ট্রাকের চালক পালিয়ে যায়। রাজু আহমদ নামে অপর চালককে আটক করা হয়েছে।  রাজু সিলেটের গোয়াইনঘাট উপজেলার বাসিন্দা।

তিনি আরও জানান, ট্রাক দু’টিতে ৫০ বস্তা সুপারি রয়েছে। প্রতিবস্তা সুপারির বাজার মূল্য ২৮ হাজার টাকা। সেই হিসাবে ৫০ বস্তা সুপারির মূল্য প্রায় দেড় কোটি টাকা।

দীর্ঘ দিন ধরে কাজিরবাজারের সুপারির আড়তদার মুজিব সরকার, রমজান আলী ও শহিদ মিয়া ভারত থেকে চোরাই পথে এভাবে সুপারি চালান আনতেন বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১১৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৮
এনইউ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।