ঢাকা, বৃহস্পতিবার, ৫ ভাদ্র ১৪৩২, ২১ আগস্ট ২০২৫, ২৬ সফর ১৪৪৭

জাতীয়

রায়পুরে বাবার হাতে ছেলে খুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:১৯, সেপ্টেম্বর ১৮, ২০১৮
রায়পুরে বাবার হাতে ছেলে খুন

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রায়পুরে পারিবারিক বিরোধের জের ধরে মো. সাগর নামে এক ছেলেকে কুপিয়ে হত্যা করেছে তার বাবা বেলায়েত হোসেন ভূঁইয়া।

সোমবার (১৭ সেপ্টম্বর) রাতে পৌর শহরের মধুপুর এলাকার হারিস ভূঁইয়া বাড়িতে এ ঘটনা ঘটে।

মঙ্গলবার (১৮ সেপ্টম্বর) সকালে পুলিশ মরদেহ উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে মর্গে পাঠায়।

রাতেই বাবা বেলায়েত হোসেনকে আটক করে পুলিশ।

জানা গেছে, পৌর শহরের মধুপুর ভূঁইয়া বাড়িতে নিজ ঘরে ছেলেসহ এক সঙ্গে থাকতেন পরিবারের সবাই। নিহত সাগর মা-বাবার অমতে একাধিক বিয়ে করায় প্রায়ই পারিবারিক কলহ লেগে থাকতো। রাতে বাবা-ছেলের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে ছেলেকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেন বাবা।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) সোলাইমান চৌধুরী বাংলানিউজকে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রাতেই বাবাকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

বাংরাদেশ সময়: ০৯১৪ ঘণ্টা, সেপ্টম্বর ১৮, ২০১৮
এসআর/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।