ঢাকা, বৃহস্পতিবার, ৫ ভাদ্র ১৪৩২, ২১ আগস্ট ২০২৫, ২৬ সফর ১৪৪৭

জাতীয়

রাজশাহীতে ইয়াবাসহ ২ মাদক বিক্রেতা আটক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩:৩৮, সেপ্টেম্বর ১৮, ২০১৮
রাজশাহীতে ইয়াবাসহ ২ মাদক বিক্রেতা আটক ইয়াবাসহ আটক মাদক বিক্রেতারা

রাজশাহী: রাজশাহী মহানগরীর শিরোইল কাঁচাবাজার এলাকা থেকে ১ হাজার ৯৬০ পিস ইয়বাসহ দুই মাদক বিক্রেতা আটক করা হয়েছে। 

সোমবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় অভিযান চালিয়ে র‌্যাব সদস্যরা তাদের আটক করে।  

আটকরা হলেন- মহানগরীর শিরোইল শান্তিবাগ এলাকার আশিকুর রহমান ডলার (৪২) ও মতিহারের খোজাপুর এলাকার বাদল (৪৫)।

 

র‌্যাব-৫ এর কোম্পানি কমান্ডার মেজর এএফএম আশরাফুল ইসলাম বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫ এর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল শিরোইল কাঁচাবাজার এলাকায় অভিযান চালায়। এ সময় ১ হাজার ৯৬০ পিস ইয়বাসহ দুই মাদক বিক্রেতা আটক করা হয়।  

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানান, তারা দীর্ঘ দিন ধরে মাদক কেনাবেচার সঙ্গে জড়িত। তাদের রাতে বোয়ালিয়া মডেল থানায় সোপর্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২৩৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৮
এসএস/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।