ঢাকা, বৃহস্পতিবার, ৫ ভাদ্র ১৪৩২, ২১ আগস্ট ২০২৫, ২৬ সফর ১৪৪৭

জাতীয়

সিলেটে ইয়াবাসহ যুবক আটক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:০১, সেপ্টেম্বর ১৮, ২০১৮
সিলেটে ইয়াবাসহ যুবক আটক

সিলেট: সিলেটের জকিগঞ্জ উপজেলা থেকে ইয়াবাসহ বাহার উদ্দিন (৩৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

বাহার উদ্দিন কানাইঘাট উপহেলার ইয়ারোকান্দি গ্রামের আব্দুস সালামের ছেলে।

সোমবার (১৭ সেপ্টেম্বর) বিকেল উপজেলার মানিকপুর ইউনিয়নের ফুলতলী এলাকা থেকে তাকে আটক করা হয়।

সিলেটের সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মো. আনিছুর রহমান খানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে ফুলতলী ইটভাটার এলাকায় অভিযান চালিয়ে এক হাজার ৬শ’ পিস ইয়াবাসহ বাহারকে আটক করে জকিগঞ্জ থানা পুলিশ। এ ব্যাপারে জকিগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নম্বর-১৫(৯)২০১৮)।

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৮
এনইউ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।