ঢাকা, বৃহস্পতিবার, ৫ ভাদ্র ১৪৩২, ২১ আগস্ট ২০২৫, ২৬ সফর ১৪৪৭

জাতীয়

নবীগঞ্জে নৌকাবাইচে চ্যাম্পিয়ন সোনার বাংলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:৫৯, সেপ্টেম্বর ১৭, ২০১৮
নবীগঞ্জে নৌকাবাইচে চ্যাম্পিয়ন সোনার বাংলা কুশিয়ারা নদীতে নৌকাবাইচ

হবিগঞ্জ: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ঐতিহ্যবাহী নৌকাবাইচে চ্যাম্পিয়ন হয়েছে সোনার বাংলা নামের নৌকা।

সোমবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার দীঘলবাক ইউনিয়নে কুশিয়ারা নদীতে এ বাইচ অনুষ্ঠিত হয়।  

এতে ছয়টি নৌকা অংশ নিয়ে চ্যাম্পিয়ন হয় সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সোনার বাংলা নামের নৌকা।

রানার্স আপ হয় নবীগঞ্জ উপজেলার পঙ্খিরাজ এবং তৃতীয় স্থান অর্জন করে একই উপজেলার হালিতলা গ্রামের শাহজালাল তরী।

সন্ধ্যায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন হবিগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ডা. মুশফিক হুসেন চৌধুরী।  

প্রথম পুরস্কার হিসেবে সোনার বাংলাকে দেওয়া হয় একটি ঘোড়া, দ্বিতীয় পুরস্কার রঙিন টেলিভিশন এবং তৃতীয় স্থান অধিকারী পান একটি খাসি।  

এছাড়াও নবীগঞ্জের করিমপুর গ্রামের জয় পবন, জগন্নাথপুরের কুতুব উদ্দিন তরী এবং সুনামগঞ্জের শারপারা এলাকার উড়ালপঙ্খিকে দেওয়া হয় শান্তনা পুরস্কার।  

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মো. আলমগীর চৌধুরী এবং জেলা পরিষদ সদস্য অ্যাডভোকেট সুলতান মাহমুদসহ স্থানীয় জনপ্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিরা।

নবীগঞ্জ উপজেলার রাধপুর, সাদুল্লাহ, জয়নগর এবং দীঘলবাক গ্রামবাসীর আয়োজনে প্রতিযোগিতার সার্বিক ব্যয়ভার বহন করেন ইংল্যান্ড প্রবাসী ফেরদৌস আলম নৌশাদ।  
 
বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।