ঢাকা, বৃহস্পতিবার, ৫ ভাদ্র ১৪৩২, ২১ আগস্ট ২০২৫, ২৬ সফর ১৪৪৭

জাতীয়

ময়মনসিংহে হেরোইনসহ তিন মাদক বিক্রেতা আটক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:০৭, সেপ্টেম্বর ১৭, ২০১৮
ময়মনসিংহে হেরোইনসহ তিন মাদক বিক্রেতা আটক ডিবি পুলিশের হাতে আটক মাদক বিক্রেতারা, ছবি: বাংলানিউজ

ময়মনসিংহ: ময়মনসিংহে পৃথক অভিযান চালিয়ে হেরোইন ও গাঁজাসহ তিন মাদক বিক্রেতাকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আটক মাদক বিক্রেতারা হলেন- আলী হোসেন (৩৫), সজল মিয়া (২৭) ও তোফাজ্জল (২৬)।

সোমবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় জেলা ডিবি পুলিশের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

এতে জানানো হয়, রোববার (১৬ সেপ্টেম্বর) রাতে ফুলবাড়িয়া উপজেলার লক্ষীপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে ৪০ গ্রাম হেরোইনসহ মাদক বিক্রেতা আলী হোসেনকে আটক করা হয়। সোমবার সকালে শহরের পাটগুদাম ব্রিজ মোড় এলাকায় অভিযান চালিয়ে ২০০ গ্রাম গাঁজাসহ সজল মিয়া ও জেলার তারাকান্দা উপজেলার চান্দেরবাজার রোড এলাকা থেকে ২৫০ গ্রাম গাঁজাসহ তোফাজ্জলকে আটক করা হয়।  

মাদক আইনে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করে সোমবার বিকেলে আটকদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৮ 
এমএএএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।