ঢাকা, বৃহস্পতিবার, ৬ ভাদ্র ১৪৩২, ২১ আগস্ট ২০২৫, ২৬ সফর ১৪৪৭

জাতীয়

কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৩৯, সেপ্টেম্বর ১৭, ২০১৮
কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা  সংবর্ধনা অনুষ্ঠান

চট্টগ্রাম: চট্টগ্রামের হাটহাজারী উপজেলার সফিনগরে ২০১৮ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

সোমবার (১৭ সেপ্টেম্বর) সংবাদমাধ্যমে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, শনিবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে আল্লামা তৈয়্যব শাহ (রা.) স্মৃতি সংসদ।

সংগঠনের সভাপতি মো. মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের হৃদরোগ বিভাগের সহকারী অধ্যাপক ডা. সালেহউদ্দিন সিদ্দিকী। বিশেষ অতিথি ছিলেন- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক মীর সাইফুদ্দিন খালেদ চৌধুরী।  

কৃতী শিক্ষার্থীদের উদ্দেশ্যে ডা. সালেহউদ্দিন বলেন, কেবল সার্টিফিকেট অর্জনই প্রকৃত শিক্ষার উদ্দেশ্য হতে পারে না। শিক্ষার্থীদের ভালো অ্যাকাডেমিক ক্যারিয়ার গড়ার পাশাপাশি সুনাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে।

সংগঠনের সাধারণ সম্পাদক সৈয়দ মো. আশরাফ আলীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখে সহ-সভাপতি জাহেদুল কবির। এসময় সংগঠনের সাবেক সভাপতি সৈয়দ আশরাফু ইসলাম, সহসভাপতি রফিকুল আলম, সংগঠনের সিনিয়র সহসভাপতি মুজিবুল আলম, সাত্তার মিয়া, মিজানুল আলম রাসেল, জিল্লুর রহমান, ওসমান গণি সাগর, মহিউদ্দিন তানভীর, এসতাফসির সোবহান, তারেক হাসান সাবের, সৈয়দ মো. রেজাউল করিম সাকিব প্রমুখ উপস্থিত ছিলেন।  আমন্ত্রিত অতিথিরা সংবর্ধিত শিক্ষার্থীদের মাঝে হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন।  

বাংলাদেশ সময়: ১৮৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৮
এএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।