ঢাকা, বৃহস্পতিবার, ৫ ভাদ্র ১৪৩২, ২১ আগস্ট ২০২৫, ২৬ সফর ১৪৪৭

জাতীয়

নির্বাচনে সংঘাত নিয়ে এখনো মানুষের মধ্যে শঙ্কা রয়ে গেছে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৫১, সেপ্টেম্বর ১৭, ২০১৮
নির্বাচনে সংঘাত নিয়ে এখনো মানুষের মধ্যে শঙ্কা রয়ে গেছে মানবাধিকারকর্মী অ্যাড. সুলতানা কামালসহ অন্যরা। ছবি: বাংলানিউজ

বরিশাল: মানবাধিকারকর্মী, সুন্দরবন রক্ষা জাতীয় কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট সুলতানা কামাল বলেছেন, নির্বাচনে সংঘাত নিয়ে এখনো মানুষের মধ্যে শঙ্কা রয়ে গেছে। এই শঙ্কা দূর করার সবচেয়ে বেশি দায়িত্ব রাজনৈতিক দলগুলোর। কারণ তারা জনগণকে নিয়ে কাজ করে, জনগণের আস্থা নিয়ে কাজ করে।

সোমবার (১৬ সেপ্টেম্বর) সকালে বরিশালের বিডিএস মিলনায়তনে ‘স্ট্যান্ড আপ ফর হিউম্যান রাইটস’ শীর্ষক চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠানের শুরুতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামাল বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য সরকার দল ও নির্বাচন কমিশনের যেমন দায়িত্ব রয়েছে, তেমনি জনগণকে উঠে দাঁড়াতে হবে, তাদের সচেতন হতে হবে।

চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠানের আয়োজন করে জাতিসংঘের সুইজারল্যান্ড অ্যাম্বাসি, স্টেপ টুয়ার্ডস ডেভেলপমেন্ট এবং বিএনডিএন।

বাংলাদেশ সময়: ১৫৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৮
এমএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।