ঢাকা, বৃহস্পতিবার, ৫ ভাদ্র ১৪৩২, ২১ আগস্ট ২০২৫, ২৬ সফর ১৪৪৭

জাতীয়

কোক ভেবে রেডিয়েটর কুল্যান্ট পান করায় কিশোরের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:১৫, সেপ্টেম্বর ১৭, ২০১৮
কোক ভেবে রেডিয়েটর কুল্যান্ট পান করায় কিশোরের মৃত্যু

মেহেরপুর: মাইক্রোবাসে একটি বোতলে রাখা ছিল রেডিয়েটর কুল্যান্ট। কোকাকোলা ভেবে সেই তরল পান করা রকি মিয়া (১৩) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। 

সোমবার (১৭ সেপ্টেম্বর) ভোরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। রকি মেহেরপুরের গাংনী উপজেলার হাড়িয়াদহ গ্রামের বিছার উদ্দীনের ছেলে।

সে উপজেলা শহরের একটি ওয়ার্কশপে শ্রমিক হিসেবে কর্মরত ছিল।

রকির পরিবারের বরাত দিয়ে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেন্দ্রনাথ সরকার বাংলানিউজকে জানান, শনিবার (১৫ সেপ্টেম্বর) রাতে কাজ শেষে মাইক্রোবাসে (ওয়ার্কশপের একটি গাড়ি) করে বাড়ি ফিরছিল রকি। এসময় গাড়িতে অন্ধকারে কোক ভেবে একটি বোতলে রাখা রেডিয়েটর কুল্যান্ট পানি পান করলে সে অসুস্থ হয়ে পড়ে। এ অবস্থায় তাকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় পরদিন প্রথমে তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে মারা যায় সে।

বাংলাদেশ সময়: ১৫১২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।