ঢাকা, বৃহস্পতিবার, ৫ ভাদ্র ১৪৩২, ২১ আগস্ট ২০২৫, ২৬ সফর ১৪৪৭

জাতীয়

নারীদের সংরক্ষিত আসন ৩৩ শতাংশের সুপারিশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৪৫, সেপ্টেম্বর ১৭, ২০১৮
নারীদের সংরক্ষিত আসন ৩৩ শতাংশের সুপারিশ সংবাদ সম্মেলনে অতিথিরা। ছবি: বাংলানিউজ

ঢাকা: সংসদে নারীদের সংরক্ষিত আসন ৩৩ শতাংশের সুপারিশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। একইসঙ্গে সংরক্ষিত এসব আসনে সরাসরি নিবাচনেরও সুপারিশ করে সংগঠনটি।

সোমবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর মাইডাস সেন্টারে টিআইবি আয়োজিত ‘রাজনৈতিক দলের নির্বাচনী ইশতেহার: সুশাসন ও শুদ্ধাচার’ শীর্ষক সংবাদ সম্মেলনে এ সুপারিশ করা হয়।

সংবাদ সম্মেলনে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান, নির্বাহী ব্যবস্থাপনা পরিষদের উপদেষ্টা ড. সুমাইয়া খায়ের, রিসার্চ ও পলিসি পরিচালক মোহাম্মদ রফিকুল হাসানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১২৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৮
ইএআর/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।