ঢাকা, বৃহস্পতিবার, ৫ ভাদ্র ১৪৩২, ২১ আগস্ট ২০২৫, ২৬ সফর ১৪৪৭

জাতীয়

নড়াইলে মাদকবিক্রেতা ও সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ৩৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:২৮, সেপ্টেম্বর ১৭, ২০১৮
নড়াইলে মাদকবিক্রেতা ও সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ৩৩

নড়াইল: নড়াইলে পুলিশের বিশেষ অভিযানে ২জন মাদকবিক্রেতা ও ২জন সাজাপ্রাপ্ত আসামিসহ ৩৩ জনকে গ্রেফতার করা হয়েছে। 

রোববার রাত থেকে সোমবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১০টা পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ।  তাবে তাদের নাম পরিচয় এখনও জানা যায়নি।

পুলিশ সূত্রে জানা গেছে, নড়াইল সদর থানা থেকে ৬ জন, লোহাগড়া থেকে ৮, কালিয়া থেকে ১৩ এবং নড়াগাতি থানা থেকে ৬ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের নামে নড়াইলের বিভিন্ন থানায় মামলা ও অভিযোগ রয়েছে।

পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।

বাংলাদেশ সময়: ১১২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৮ 
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।