ঢাকা, বৃহস্পতিবার, ৬ ভাদ্র ১৪৩২, ২১ আগস্ট ২০২৫, ২৬ সফর ১৪৪৭

জাতীয়

পুলিশকে সেলিনা শহীদ ফাউন্ডেশনের অ্যাম্বুলেন্স

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৫৮, সেপ্টেম্বর ১৬, ২০১৮
পুলিশকে সেলিনা শহীদ ফাউন্ডেশনের অ্যাম্বুলেন্স

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে পুলিশের চিকিৎসা সহায়তায় অ্যাম্বুলেন্স দিয়েছে সেলিনা শহীদ ফাউন্ডেশন নামের একটি সামাজিক সংগঠন।

শনিবার (১৫ সেপ্টম্বর) লক্ষ্মীপুর পুলিশ লাইন্সের শহীদ কনস্টবল গিয়াস উদ্দিন মঞ্চে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অ্যাম্বুলেন্সটির চাবি জেলা পুলিশ সুপার আ স ম মাহাতাব উদ্দিনের হাতে তুলে দেন সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কুয়েত প্রবাসী ব্যবসায়ী কাজী শহীদুল ইসলাম পাপুল।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার রিয়াজুল কবির ও রায়পুর পৌর সভার মেয়র হাজী ইসমাইল খোকন প্রমুখ।

পুলিশ সুপার মাহতাব উদ্দিন বলেন, পুলিশ অসুস্থ কিংবা আহত হলে মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশা ভাড়া নিতে হতো। এতে বিভিন্ন সময় বিড়ম্বনায় পড়তে হয়েছে। এ অ্যাম্বুলেন্স প্রাপ্তিতে জেলার শত শত পুলিশ সদস্য চিকিৎসায় সহায়তা পাবেন।

ফাউন্ডেশনের চেয়ারম্যান পাপুল বলেন, সেলিনা শহীদ ফাউন্ডেশন মানুষের কাল্যাণে কাজ করছে। ব্যক্তিগত অর্থে তার গড়া ফাউন্ডেশন সেবা নিয়ে মানুষের পাশে দাঁড়াবে।

বাংলাদেশ সময়: ০৯৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৮
এসআর/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।