ঢাকা, বৃহস্পতিবার, ৬ ভাদ্র ১৪৩২, ২১ আগস্ট ২০২৫, ২৬ সফর ১৪৪৭

জাতীয়

বিমসটেক সদস্য দেশগুলোর সেমিনারে সেনাবাহিনী প্রধান

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪:৪৮, সেপ্টেম্বর ১৬, ২০১৮
বিমসটেক সদস্য দেশগুলোর সেমিনারে সেনাবাহিনী প্রধান সেনাবাহিনী প্রধান আজিজ আহমেদ

ঢাকা: ভারতের পুনেতে চলমান মাল্টিন্যাশনাল ফিল্ড ট্রেনিং এক্সারসাইজ (মাইলেক্স)-এ বিমসটেক সদস্য দেশসমূহের সেনাবাহিনী প্রধানদের অংশগ্রহণে আয়োজিত সেমিনারে অংশ নেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ।  

পসিবিলিটি অফ ব্রিয়েটিং ভায়াবেল রিজিওনাল সিকিউরিটি আর্কিটেকচার টু ডেল উইথ থ্রেটস-টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম’ শীর্ষক সেমিনারে সেনাবাহিনী প্রধান আজিজ আহমেদ বক্তব্যে রাখেন। আইএসপিআরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।


এসময় সেনাবাহিনী প্রধান বাংলাদেশের প্রেক্ষাপটে উক্ত বিষয়বস্তুর ওপর তার বক্তব্য উপস্থাপন করেন।  

বে অব বেঙ্গল ইনেশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল এন্ড ইকনোমিক কোঅপারেশন (বিমসটেক) এর মাইলেক্স ভারতের পুনেতে গত ১০ সেপ্টেম্বর  শুরু হয়েছে, যা ১৬ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।  

সপ্তাহব্যাপী এ আয়োজনে বিমসটেকের সদস্য দেশ বাংলাদেশ, ভূটান, ভারত, মায়ানমার, নেপাল, শ্রীলংকা এবং থাইল্যান্ডের সেনা কর্মকর্তারা যোগ দিয়েছেন।  

বাংলাদেশ সময়: ০০৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৮
এমআইএইচ/এসআইএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।