ঢাকা, বৃহস্পতিবার, ৬ ভাদ্র ১৪৩২, ২১ আগস্ট ২০২৫, ২৬ সফর ১৪৪৭

জাতীয়

যশোরে বাসচাপায় শিশু নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:১৫, সেপ্টেম্বর ১৬, ২০১৮
যশোরে বাসচাপায় শিশু নিহত

যশোর: যশোরের কেশবপুর উপজেলায় বাসচাপায় মুক্তা (৭) নামে এক শিশু নিহত হয়েছে।

শনিবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে যশোর-চুকনগর আঞ্চলিক সড়কের আলতাপোল চারের মাথায় এ দুর্ঘটনা ঘটে। মুক্তা উপজেলার আলতাপোল গ্রামের মোক্তার সরদারের মেয়ে এবং স্থানীয় মানিকপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণির ছাত্রী।

স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য গৌতম কুমার রায় বাংলানিউজকে বলেন, বাড়ির পাশের রাস্তা পার হচ্ছিল মুক্তা। এ সময় কেশবপুরগামী একটি বাস মুক্তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ২০০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৮
ইউজি/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।