ঢাকা, বৃহস্পতিবার, ৬ ভাদ্র ১৪৩২, ২১ আগস্ট ২০২৫, ২৬ সফর ১৪৪৭

জাতীয়

বরিশালে কলেজশিক্ষার্থীর আত্মহত্যা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:১৯, সেপ্টেম্বর ১৫, ২০১৮
বরিশালে কলেজশিক্ষার্থীর আত্মহত্যা

বরিশাল: বরিশাল নগরের জর্ডন রোডে গলায় ফাঁস দিয়ে নাছির উদ্দির (২১) নামে এক কলেজশিক্ষার্থী আত্মহত্যা করেছেন।

শনিবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে ঘরের নিজ কক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি।

নাছির উদ্দিন ওই এলাকার নুর হোসেনের ছেলে ও বরিশালের একটি কলেজে ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

স্থানীয়রা জানান, দুপুরে নাছিরের ঝুলন্ত দেহ পাওয়া গেলে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়, কিন্তু চিকিৎসকরা সেখানে তাকে মৃত ঘোষণা করে।

বিষণ্নতার কারণে আত্মহননের এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছেন প্রতিবেশীরা।

শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাস্টার আবুল কালাম বাংলানিউজকে জানান, নাছিরের মরদেহ ময়না-তদন্তর জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৮
এমএস/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।