ঢাকা, বৃহস্পতিবার, ৬ ভাদ্র ১৪৩২, ২১ আগস্ট ২০২৫, ২৬ সফর ১৪৪৭

জাতীয়

নওগাঁয় ভেজাল সার ও কীটনাশক কারখানার সন্ধান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৫৩, সেপ্টেম্বর ১৫, ২০১৮
নওগাঁয় ভেজাল সার ও কীটনাশক কারখানার সন্ধান ভেজাল সার ও কীটনাশক কারখানা

নওগাঁ: নওগাঁর মান্দা উপজেলার ভালাইননে ভেজাল সার ও কীটনাশক তৈরির একটি কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। 

শনিবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে থেকে সেখানে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অভিযান পরিচালনা করে। এসময় বিপুল পরিমাণ ভেজাল সার ও কীটনাশকসহ একজনকে আটক করা হয়।

নওগাঁ পুলিশ সুপার (এসপি) ইকবাল হোসেন বাংলানিউজকে জানান, স্থানীয় তিনটি বাড়ি ভাড়া নিয়ে প্রায় বছর খানেক ধরে গোপনে অবৈধ কারখানাটিতে ভেজাল সার ও কীটনাশক তৈরি করে বাজারজাত করা হচ্ছিল। বালি, মাটি ও বিভিন্ন রং মিশিয়ে এসব সার তৈরি করা হয়। যেসব সার স্থানীয় বাজারে সরবরাহ করা হতো।  

দুপুরে ভেজাল ওই কারখানাটির সন্ধান পেয়ে অভিযান শুরু করে পুলিশ। এসময় প্রায় দেড়শ বস্তা ভেজাল সার এবং ভেজাল কীটনাশকসহ আরিফুল ইসলাম নামে একজনকে আটক করে।  

দেশের নামীদামী ব্র্যান্ডের সার ও কীটনাশকের নাম ব্যবহার করে এসবের মোড়কীকরণ করা হয় বলেও জানান পুলিশের এ ঊর্ধ্বতন কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৭৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।