ঢাকা, বৃহস্পতিবার, ৬ ভাদ্র ১৪৩২, ২১ আগস্ট ২০২৫, ২৬ সফর ১৪৪৭

জাতীয়

বোরহানউদ্দিনে ইয়াবাসহ বিক্রেতা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:০০, সেপ্টেম্বর ১৫, ২০১৮
বোরহানউদ্দিনে ইয়াবাসহ বিক্রেতা আটক ইয়াবাসহ আটক জাকির। ছবি: বাংলানিউজ

ভোলা: ভোলার বোরহানউদ্দিন উপজেলা থেকে ৯৫০ পিস ইয়াবাসহ জাকির হোসেন নামে এক বিক্রেতাকে আটক করেছে পুলিশ৷ 

শনিবার (১৫ সেপ্টম্বর) দুপুরে উপজেলার কাচিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের স্টিল ব্রিজের কাছ থেকে তাকে আটক করা হয়৷ মো. জাকির উপজেলার দেউলা ইউনিয়নের চর আলগী গ্রামের মো. আমির হোসেনের ছেলে৷

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুরে বোরহানউদ্দিন থানার একটি দল বোরহানগঞ্জ বাজারে অভিযান চালায়৷ এ সময় বাজারের দক্ষিণ পাশে কাচিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের স্টিল ব্রিজের কাছ থেকে মাদক ব্যবসায়ী মো. জাকিরকে আটক করা হয়৷ পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৯৫০ পিস ইয়াবা পাওয়া যায়৷
 
পুলিশ আরও জানায়, ঢাকা থেকে ইয়াবা এনে জাকির বোরহানউদ্দিনে বিক্রি করতো৷

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দায়িত্বে থাকা উপ পরিদর্শক (এসআই) মোহাইমিনুল ইসলাম বলেন, আটক জাকিরের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। এছাড়া তার সঙ্গে অন্য কেউ জড়িত আছে কিনা তা তদন্ত করছে পুলিশ৷

বাংলাদেশ সময়: ১৬৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৮ 
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।