ঢাকা, শুক্রবার, ৬ ভাদ্র ১৪৩২, ২২ আগস্ট ২০২৫, ২৭ সফর ১৪৪৭

জাতীয়

বেনাপোলে ১৮ রোহিঙ্গা নারী-শিশু আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:৫৫, সেপ্টেম্বর ১৩, ২০১৮
বেনাপোলে ১৮ রোহিঙ্গা নারী-শিশু আটক আটক রোহিঙ্গারা

বেনাপোল (যশোর): বেনাপোল সীমান্তে মায়ানমারের ১৮ রোহিঙ্গা নারী-পুরুষ ও শিশুকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। তবে এসময় কোনো দালাল চক্রের সদস্যকে আটক করতে পারেনি বিজিবি।

বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় বাস যোগো বেনাপোল থেকে যশোর অভিমুখে যাওয়ার পথে তাদের আটক করা হয়। আটকদের মধ্যে চারজন নারী, চারজন পুরুষ ও ১০ শিশু রয়েছে।

বিজিবি সূত্রে জানা যায়, তাদের কাছে গোপন সংবাদ আসে বেনাপোল সীমান্ত দিয়ে সোহাগ পরিবহনের একটি বাসে করে বেশ কিছু রোহিঙ্গা নারী-শিশু যশোর অভিমুখে যাচ্ছে। পরে যশোর-বেনাপোল মহাসড়কের আমড়াখালী বিজিবি চেকপোস্ট বাস তল্লাশি চালায়। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে দালাল চক্র পালিয়ে যায়। পরে ওই বাস থেকে ১৮ রোহিঙ্গা নারী-পুরুষ ও শিশুকে আটক করে।  

৪৯ বিজিবি ব্যাটালিয়নের আমড়াখালী ক্যাম্প কমান্ডার সুবেদার মিজান বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, আটক রোহিঙ্গাদের বেনাপেল পোর্ট থানা পুলিশে সোপর্দ করা হয়েছে।

বেনাপোল পোর্ট থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) জহিরুল ইসলাম বাংলানিউজকে বলেন, আটকদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে তা ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা চলছে।

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৮
এজেডএইচ/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।