ঢাকা, শুক্রবার, ৬ ভাদ্র ১৪৩২, ২২ আগস্ট ২০২৫, ২৭ সফর ১৪৪৭

জাতীয়

নারায়ণগঞ্জে তিন মাদকব্যবসায়ী আটক 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:৩৪, সেপ্টেম্বর ১৩, ২০১৮
নারায়ণগঞ্জে তিন মাদকব্যবসায়ী আটক  মাদকব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে হেরোইন, নগদ টাকা ও মোবাইল সেটসহ তিন মাদকব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। 

বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে ফতুল্লার ইসলামবাগ পূর্ব ইসদাইর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।  

আটকরা হলেন- চাঁদমারি এলাকার সেলিম (৩০), সৌরভ (২৪) ও দক্ষিণ সস্তাপুর এলাকার রাজু (২৮)।

 
 
র‍্যাব ১১ সিপিএসসি এর সহকারি পরিচালক (এএসপি) বাবুল আখতার জানান, আটকরা ওই এলাকায় দীর্ঘদিন থেকে মাদকদ্রব্য বিক্রির করেন। তাদের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হবে।  

বাংলাদেশ সময়: ১৯৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৮
এএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।