ঢাকা, শুক্রবার, ৬ ভাদ্র ১৪৩২, ২২ আগস্ট ২০২৫, ২৭ সফর ১৪৪৭

জাতীয়

পিরোজপুরে টিআইবির মতবিনিময় সভা  

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:১০, সেপ্টেম্বর ১৩, ২০১৮
পিরোজপুরে টিআইবির মতবিনিময় সভা   পিরোজপুরে টিআইবির মতবিনিময় সভা  

‌পি‌রোজপুর: পিরোজপুরে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) দুর্নীতি বিরোধী কার্যক্রম নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ সে‌প্টেম্বর) দুপুরে টিআইবি কার্যালয়ে টিআইবির সহযোগী সংগঠন সচেতন নাগরিক কমিটি (সনাক) এ মতবিনিময় সভার আয়োজন করে।

সনাকের পিরোজপুর শাখার সভাপতি এমএ মান্নানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, সনাক সদস্য শাহ আলম শেখ, টিআইবির পিরোজপুর কার্যালয়ের এরিয়া ব্যবস্থাপক পুলক রঞ্জন পালিত, সাংবাদিক নাসিম আলী, জিয়াউল আহসান, এ কে আজাদ, ফসিউল ইসলাম, রেজাউল ইসলাম, হাসান মামুন, ওয়াহিদ হাসান, কবির হোসেন প্রমুখ।

 

সভায় টিআইবির দুর্নীতি বিরোধী কার্যক্রমে গণমাধ্যম কর্মীদের সম্পৃক্ততা বৃদ্ধি এবং দুর্নীতি বন্ধে পদক্ষেপ নেওয়ার জন্য নানা বিষয়ে পরামর্শ দেন গণমাধ্যম কর্মীরা। পাশাপাশি টিআইবি গত এক বছরে পিরোজপুরে তাদের কার্যক্রম তুলে ধরেন।  

বাংলা‌দেশ সময়: ১৭০৬ ঘণ্টা, সে‌প্টেম্বর ১৩, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।