ঢাকা, শুক্রবার, ৭ ভাদ্র ১৪৩২, ২২ আগস্ট ২০২৫, ২৭ সফর ১৪৪৭

জাতীয়

রোহিঙ্গা সঙ্কট মোকাবেলা করতে সক্ষম হয়েছে সরকার  

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:২১, সেপ্টেম্বর ১১, ২০১৮
রোহিঙ্গা সঙ্কট মোকাবেলা করতে সক্ষম হয়েছে সরকার   অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা। ছবি: বাংলানিউজ

ঢাকা:  আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন নিয়েই বাংলাদেশ রোহিঙ্গাদের মানবিক সঙ্কট মোকাবেলা করতে সক্ষম হয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। 

মঙ্গলবার ( ১১ সেপ্টেম্বর) রাজধানীর রাওয়া  ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি একথা বলেন।

‘এক বছর পেরিয়ে: রোহিঙ্গা নারী ও মেয়েদের সাড়াদান’ শীর্ষক এক প্রতিবেদন প্রকাশ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা অক্সফাম।

এতে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

তিনি বলেন, বিগত এক বছর ধরে রোহিঙ্গাদের মানবিক সঙ্কট মোকাবেলা করছে বাংলাদেশ। এক্ষেত্রে আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন নিয়েই তা করতে সক্ষম হয়েছে বাংলাদেশ।  

‘আমরা অতীত অভিজ্ঞতায় দেখেছি, আন্তর্জাতিক চাপ না দিলে মিয়ানমার কখনই কোনো বাধ্যবাধকতা পূরণ করেনি। রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার ক্ষেত্রেও এটি প্রযোজ্য। রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার ক্ষেত্রে আন্তর্জাতিক চাপ অব্যাহত রাখতে অনুরোধ করছি। ’ 

অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার জুলিয়া নিবলেট, অক্সফাম বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ড. দীপঙ্কর দত্ত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক মেসবাহ কামাল প্রমুখ বক্তব্য রাখেন।  

বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৮ 
টিআর/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।