ঢাকা, বুধবার, ২৬ ভাদ্র ১৪৩২, ১০ সেপ্টেম্বর ২০২৫, ১৭ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

মাদারীপুরে মাথার ওপর ইট পড়ে কিশোরের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:২৮, এপ্রিল ২০, ২০১৮
মাদারীপুরে মাথার ওপর ইট পড়ে কিশোরের মৃত্যু

মাদারীপুর: মাদারীপুরে ইট মাথার ওপর পড়ে পারভেজ সরদার (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২০ এপ্রিল) দুপুরে সদর উপজেলার পাঁচখোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পারভেজ খুলনার পাইকগাছা এলাকার আব্দুল আলীর ছেলে।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম জানান, দুপুরে পারভেজ সদর উপজেলার পাঁচখোলার আব্দুর রশিদ গৌড়ার ইটভাটায় কাজ করছিল। এ সময় ভাটায় রাখা সাজানো ইট তার মাথার ওপরে পড়লে সে গুরুতর অাহত হয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৮২৩ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৮ৎ
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।