ঢাকা, বুধবার, ২৬ ভাদ্র ১৪৩২, ১০ সেপ্টেম্বর ২০২৫, ১৭ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

চাঁদপুরে ১০টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:১৩, এপ্রিল ২০, ২০১৮
চাঁদপুরে ১০টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই ফরিদগঞ্জ বাজারের উত্তরে কেরোয়া বাজারে অগ্নিকাণ্ড। ছবি: বাংলানিউজ

চাঁদপুর: চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা সদরে আগুন লেগে ১০টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে।

শুক্রবার (২০ এপ্রিল) দুপুর ২টার দিকে ফরিদগঞ্জ বাজারের উত্তরে কেরোয়া ব্রিজের পাশের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

স্থানীয় বাসিন্দা আল-আমিন বাংলানিউজকে বলেন, দুপুরে বাজারের উত্তরে কেরোয়া ব্রিজের পাশের একটি লেপ তোষকের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহুর্তের মধ্যে আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। এতে ওই এলাকার একটি খাবার হোটেল, কয়েকটি মুদি দোকান, সেলুন, কনফেকশনারি, চা দোকান ও লেপ তোষকের দোকান পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে চাঁদপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

চাঁদপুর ফায়ার স্টেশন উত্তর এর অফিসার মো. ফরিদ উদ্দিন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৮০৭ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।