শুক্রবার (২০ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে ছেঁড়াদ্বীপে একটি ইঞ্জিনচালিত একটি ট্রলার থেকে ওইগুলো জব্দ করা হয়।
কোস্টগার্ড সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সেন্টমার্টিন্স’র দক্ষিণ সাগরে সন্দেহজনক একটি কাঠের ট্রলারকে কোস্টগার্ডের সদস্যরা থামার সংকেত দেয়।
পরে ট্রলারটিতে তল্লাশি করে তিনটি বস্তার ভেতর থেকে চার লাখ পিস ইয়াবা জব্দ করা হয়। এছাড়া ট্রলারটির তলা ফেটে যাওয়ায় সেটিকে পানিতে ডুবিয়ে দেওয়া হয়।
জব্দ হওয়া ইয়াবাগুলোর আনুমাণিক বাজার মূল্য বিশ কোটি। ইয়াবাগুলো পরবর্তী কার্যক্রমের জন্য টেকনাফ থানায় হস্তান্তর প্রক্রিয়া চলমান রয়েছে।
কোস্টগার্ড পূর্ব জোনের লেফটেন্যান্ট কমান্ডার বিএন আব্দুল্লাহ আল মারুফ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮০৪ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৮
টিটি/এএটি