ঢাকা, বুধবার, ২৬ ভাদ্র ১৪৩২, ১০ সেপ্টেম্বর ২০২৫, ১৭ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

ফেনীতে বাসচাপায় পল্লী বিদ্যুতের ২ কর্মী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৩৯, এপ্রিল ২০, ২০১৮
ফেনীতে বাসচাপায় পল্লী বিদ্যুতের ২ কর্মী নিহত দুর্ঘটনাকবলিত বাসটিকে টেনে তোলা হচ্ছে। ছবি: বাংলানিউজ

ফেনী: ফেনীর ছাগলনাইয়া উপজেলায়  কাল বৈশাখীর ঝড়ে নিয়ন্ত্রণ হারানো একটি বাসের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তারা স্থানীয় পল্লী বিদ্যুৎ সমিতির কর্মী ।

শুক্রবার (২০ এপ্রিল) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নিজকুঞ্জরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিক নিহতদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

 

স্থানীয় সূত্র জানায়, বিকেলে চট্টগ্রামগামী একটি বাস ঝড়ের কবলে পড়ে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি চলন্ত মোটরসাইকেলকে চাপা দেয়। এ সময় বাসটিও রাস্তার পাশে খাদে গিয়ে পড়ে। এতে মোটরসাইকেলের দুই আরোহী ঘটনাস্থলেই মারা যান। তবে বাসের কোনো যাত্রী হতাহত হয়েছেন কিনা তা জানা যায়নি।  

বিষয়টি নিশ্চিত করে মুহুরীগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মাহবুবুল আলম বাংলানিউজকে জানান, নিহত দুই মোটরসাইকেল আরোহী ফেনী পল্লী বিদ্যুৎ সমিতির কর্মী বলে জানা গেছে। বিস্তারিত পরিচয় জানার চেষ্টা চলছে।

নিহতদের মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে বলে জানান তিনি।

ফেনী পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা (ছাগলনাইয়া অঞ্চল) প্রকৌশলী শহিদুল ইসলাম বলেন, প্রথমে তিনজনের মৃত্যুর খবর ছড়িযে পড়ে। তবে আমরা খোঁজ নিয়ে জেনেছি দুইজন ঘটনাস্থলে মারা গেছেন। আর একজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।  

বাংলাদেশ সময়: ১৭৩৪ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৮
এসএইচডি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।